‘ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুন’, যুক্তরাষ্ট্রকে মুকতাদার হুঁশিয়ারি!

0 303

ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র সমালোচনা এবং নিন্দা জানিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সাদর।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরাকের অভ্যন্তরে হস্তক্ষেপ অব্যাহত রাখে তাহলে লাখো বিক্ষোভকারী নিয়ে তিনি রাস্তায় নামবেন।

গতকাল সোমবার এক বিবৃতিতে মুকতাদা আল-সাদর এসব কথা বলেছেন।

মুকতাদা আল-সাদর বলেন, ইরাকের জনগণ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া একটি আগাম নির্বাচন চায়। এ কাজে ইরাক কোন বলদর্পী শক্তির হস্তক্ষেপ বা সাহায্য চায় না।

ইরাকে বিক্ষোভ; ইরাকের অভ্যন্তরীণ বিক্ষোকে উসকে দিয়ে আমেরিকা ও ইসরায়েল নিজেদের স্বার্থ চরিতার্থ করছে বলে অভিযোগ উঠেছে!

তিনি বলেছেন, ইরাকের চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে আবারো তারা প্রমাণ করেছে যে, অন্যের অভ্যন্তরীণ ব্যাপারে তারা হস্তক্ষেপ করে।

আল-সাদর বলেন, ইরাকি ভূখণ্ডের অধিকারী ইরাকের জনগণ এবং তারাই গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে তাদের ভাগ্য নির্ধারণ করবে।

তিনি জানান, দুর্নীতিবাজ কর্মকর্তা কিংবা ইরাকের সরকারকে যেকোনো রকমের জবাবদিহিতার আওতায় আনবে ইরাকের জনগণ। এজন্য তারা যুক্তরাষ্ট্র অথবা অন্য কারো হস্তক্ষেপ চায় না।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরাকের জনগণ তাদের দেশকে সিরিয়ায় পরিণত করতে দেবে না।

Leave A Reply

Your email address will not be published.