সৌদি সেনা সমাবেশে আঘাত হানলো ইয়েমেনি ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের নাজরান প্রদেশে ভাড়াটে সেনাদের একটি সমাবেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় ইয়েমেনি সেনারা দেশীয় প্রযুক্তিতে তৈরি কয়েকটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

0 375

ইয়েমেনের সামরিক বাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে,  গতকাল (রোববার) নাজরান প্রদেশে আস-সাদিস ও আস-সোহ এলাকায় সৌদি ভাড়াটে সেনাদের সমাবেশে চারটি জিলজাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো সফলতার সঙ্গে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এসব হামলায় বহুসংখ্যক ভাড়াটে সেনা হতাহত হয়।

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র

এদিকে, সৌদি আরবের আসির প্রদেশে ইয়েমেনের স্নাইপার ইউনিটের গুলিতে অন্তত ২৪ জন ভাড়াটে নিহত কিংবা আহত হয়েছে। একই প্রদেশের একটি সামরিক ঘাঁটি দখল করেছে ইয়েমেনি সেনারা। এর আগের দিন ইয়েমেনের সেনারা নাজরান প্রদেশের সাকাম এলাকায় নির্মিত নতুন একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এ হামলায় বাদ্‌র-এফ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।#

পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.