ভারতীয় চন্দ্রযান-২’র অভিযানে ব্যর্থতার জন্য মমতাকে দায়ী করলেন বিজেপি নেতা!

0 469

ভারতের চন্দ্রযান-২ কর্মসূচির ব্যর্থতা প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, ‘মুখ্যমন্ত্রী বাগড়া দেয়ার জন্য ব্যাপারটা কেঁচিয়ে গেল। কোনও ভালো তা উনি চান না। সব ব্যাপারেই উনি বাগড়া দেন। ঠাকুর ওনাকে সুবুদ্ধি দিক। ৩৭০ ধারা তুলে দেয়ায় ওখানে কষ্ট, তিন তালাক তুলে দিলে ওনার কষ্ট, চন্দ্রযান পাঠালেও ওনার কষ্ট! ওনার কিসে আনন্দ সেটা এখনও বোঝা গেল না।’

চন্দ্রযান পাঠানোর বিষয়ে দিলীপ বাবু বলেন, ‘এটা একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। দেশের মধ্যে একটা স্বাভিমান জেগেছে। একটা আত্মবিশ্বাস জেগেছে যে, আমরা পারি। তাতে কেউ কেউ বাগড়া দিচ্ছেন, কেউ কেউ কষ্ট পাচ্ছেন, হতাশ হয়ে যাচ্ছেন। হতাশ হওয়ার কোনও কারণ নেই। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল (শুক্রবার) চন্দ্রযান নিয়ে বিজেপির বিরুদ্ধে উন্মাদনা ছড়ানোর অভিযোগ করে বলেন, ‘এমন ভাব করা হচ্ছে যেন চন্দ্রযান উ‍ৎক্ষেপণ দেশে এই প্রথম। যেন ওরা ক্ষমতায় আসার আগে এরকম কিছুই হয়নি। যেন ওরাই সব করছে, সব কৃতিত্ব ওদেরই। সব ঐতিহ্য নষ্ট করার চেষ্টা চলছে। এটা দেশের আর্থিক বিপর্যয় থেকে নজর ঘোরানোর চেষ্টা। চন্দ্র অভিযান তো হয়ে গেল, চাঁদেই গিয়ে থাকুন।’

ভারতীয় চন্দ্রযান-২

এরপরেই বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতার সমালোচনা করা হয়েছে। বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ‘উনি শুধুই রাজনীতি করার চেষ্টা করেন যা চূড়ান্ত নিম্নমানের, আতঙ্কের। মমতার ভারতের জন্য কোনও ‘মমতা’ নেই।’

এদিকে, আজ (শনিবার) অবশ্য চন্দ্রযান অভিযান প্রসঙ্গে বিজ্ঞানীদের প্রচেষ্টার প্রশংসা করে মমতা বলেন, ‘চন্দ্রযান-২কে লক্ষ্যে পৌঁছানোর জন্য ইসরোর বিজ্ঞানীরা কঠোর পরিশ্রম করেছেন। বৈজ্ঞানিকভাবে উন্নত দেশগুলোর তালিকায় দেশকে এগিয়ে রাখতে যেসব বিজ্ঞানীরা লড়াই করেছেন, তাঁদের উদ্দেশে যুগোপযোগী শ্রদ্ধা জানানো হল এই পদক্ষেপে। ইসরোর বিজ্ঞানীদের পাশে সব সময় রয়েছেন বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।

সূত্র: পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.