বংশ বিস্তার রোধে পুরুষ এডিস মশাকে বন্ধ্যা করা হবে : বিজ্ঞানমন্ত্রী

0 419

ডেঙ্গু মশার প্রাদুর্ভাব মানুষকে রক্ষা করতে এবার পুরুষ এডিস মশাকে স্থায়ী বন্ধ্যাকরণের মাধ্যমে এডিস মশার বংশ হ্রাস করার স্থায়ী পদ্ধতি উদ্ভাবন করেছে আশুলিয়ার সাভার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান। শনিবার সকালে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান আশুলিয়ায় সাভার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে পুরুষ এডিস মশা বন্ধ্যাকরণ পদ্ধতি পরিদর্শন করে এ কথা জানান।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী জানান, স্ত্রী এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়। তাই মশার বংশ বিস্তার রোধে পুরুষ এডিস মশাকে গামা রশ্মির মাধ্যমে বন্ধ্যাকরণ করা হয়। এ সব বন্ধ্যা পুরষ মশা স্ত্রী এডিস মশার সাথে মিলিত হলে উক্ত মশার ডিম বা লার্ভা নিষিক্ত না হওয়ায় মশা বংশ বিস্তার হবে না।

তিনি আরো বলেন, আন্তর্জাতিকভাবে বৈজ্ঞানিকদের এডিস মশার বন্ধ্যাকরণের মাধ্যমে বংশ বিস্তার হ্রাস করার এ পদ্ধতিটি একটি পরিবেশ বান্ধব পদ্ধতি। তাই এ পদ্ধতিকে অতি শিগগিরই সারাদেশে প্রয়োগ করার আহবান জানান তিনি। এসময় কমিশনের চেয়ারম্যান মাহাবুবুল হক, সদস্য অধ্যাপক ডা. মোঃ সানোয়ার হোসেন, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. এম আজিজুল হক, এনআইবির মহাপরিচালক ড. মোঃ সলিমুল্লাহসহ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.