0 231

আজ (শনিবার) পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, “আমরা বলে আসছি যে যদি পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পক্ষগুলো তাদের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয় তাহলে তেহরানও পাল্টা পদক্ষেপ হিসেব  সমঝোতার আওতায় কিছু প্রতিশ্রুতি স্থগিত করবে।” তিনি বলেন, পরমাণু সমঝোতার ২৬ এবং ৩৬ ধারা অনুযায়ী তেহরান এরইমধ্যে দুইবার তার তার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। জারিফ বলেন, ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত কেবল তেহরানই নেবে।

ইরান বলে আসছে যে মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প তার দেশকে পরমাণু সমঝোতা থেকে বের করে নেয়ার পর সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে ইউরোপ তার প্রতিশ্রুতি পালন করলে তেহরানও তার সব প্রতিশ্রুতি রক্ষা করবে। পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপের দেশগুলো এখন পর্যন্ত তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। তারা কেবল মৌখিখভাবে পরমাণু সমঝোতার প্রতি সমর্থন দিয়ে আসছে। পরমাণু সমঝোতার আওতায় ইরানকে কার্যকরি অর্থনৈতিক সুবিধা দিতে ব্যর্থ হয়েছে তারা।

সুত্র পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.