কাশ্মীরিদের জন্য কিছু করুন: বিশ্ববাসীর প্রতি নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই

0 673

ভূস্বর্গ কাশ্মীরের বেসামরিক নাগরিকদের দুর্দশা লাঘবে কিছু করার আহ্বান জানালেন শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানি মালালা ইউসুফজাই। ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরি, বিশেষত শিশু ও মহিলাদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন বলেও জানিয়েছেন।

শান্তিতে নোবেলবিজয়ী পাকিস্তানী মালালা ইউসুফজাই

বৃহস্পতিবার টুইট করে মালালা লিখেছেন, ‘কাশ্মীরের মানুষ সহিংসতার মধ্যে বাস করছে। আমি যখন ছোট ছিলাম তখন থেকে, এমনকি যখন আমার বাবা-মা ছোট ছিলেন তখন থেকেও।

আমার দাদু-দিদা যখন অল্পবয়সি ছিলেন তখন থেকেও। সাত দশক ধরে হিংসার মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছে কাশ্মীরি শিশুরা।’ কাশ্মীরি শিশু ও মহিলাদের সুরক্ষা নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়ে মালালা বলেন,

‘হিংসায় সবচেয়ে বিপন্ন কাশ্মীরি শিশু ও মহিলাদের জন্য আমি উদ্বিগ্ন। আমাদের এখনও এই সব কষ্ট পাওয়ার এবং একে-অপরকে আঘাত করার কোনও প্রয়োজনই নেই।’ আঘাত করার কোনও প্রয়োজনই নেই।’

Leave A Reply

Your email address will not be published.