গাজায় ইসরাইলি বিমান হামলা, পুলিশসহ শহিদ ৪ ফিলিস্তিনি!

0 693

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় আরও ফিলিস্তিনি শহীদ ও অন্তত তিনজন আহত হয়েছেন। গতকাল রাতেও বিমান হামলায় দুই ফিলিস্তিনি শহিদ হয়। আহতরা গাজার পুলিশ বাহিনীর সদস্য।

অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার রাতের বিমান হামলায় দুই ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। এছাড়া এক মহিলাসহ তিন জন আহত হয়েছেন।

তিনি বলেন, শহীদ দুই ফিলিস্তিনিরই বয়স ৩২ বছর এবং তারা গাজার পুলিশ বাহিনীর কর্মকর্তা। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকার দক্ষিণের দাহদু এলাকায় ইসরাইল জঙ্গিবিমানের সাহায্যে বোমাবর্ষণ করলে হতাহতের এ ঘটনা ঘটে।

গাজার মধ্যাঞ্চলে হামাসের একটি অবস্থানে ইসরাইলি জঙ্গি বিমানের হামলার কয়েক ঘণ্টা পরই ওই দুই পুলিশকে হত্যা করা হয়।

গাজায় ইসরাইলি বিমান হামলা!

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে। সেখানে হতাহতের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে এখনও কোন খবর পাওয়া যায়নি। গাজা থেকে রকেট ছোড়ার জবাবে বিমান হামলা করা হচ্ছে বলে ইসরাইল দাবি করেছে।

Leave A Reply

Your email address will not be published.