ভারতকে উচিত শিক্ষা দিতে হবে, আপনারা সবাই প্রস্তুত থাকুন: সেনাবাহিনীকে পাক সেনাপ্রধান

0 491

জম্মু-কাশ্মির নিয়ে পাক-ভারত উত্তেজনা যখন যুদ্ধের রূপ নিচ্ছে ঠিক এমন সময় দিল্লির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া।পাক সেনাদের উদ্দেশ্যে কামার জাভেদ বলেন, ‘ধর্ম আমাদের শান্তির কথা শিখিয়েছে।

কিন্তু সত্যের পক্ষে দাঁড়াতে ও আত্মত্যাগের কথাও বলেছে। কাজেই কাশ্মীরি ভাই-বোনদের পক্ষে আমাদের দাঁড়তে হবে। ভারতকে উচিত জবাব দিতে হবে। সবাই প্রস্তুত থাকুন, আঘাত এলে প্রতিঘাত করতে হবে।’

সামরিক বাজেট অনুষ্ঠানে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সেনাপ্রধান কামার জাবেদ বাজওয়া

গত মঙ্গলবার (১৩ আগস্ট) নিয়ন্ত্রণ রেখার বাগ সেক্টর পরিদর্শনকালে তিনি এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেছেন, ‘অধিকৃত কাশ্মিরে নেয়া অবৈধ পদক্ষেপে থেকে বৈশ্বিক মনোযোগ নিয়ন্ত্রণ রেখা ও পাকিস্তানের দিকে সরিয়ে নিতে চাচ্ছে ভারত।

কিন্তু কাশ্মিরে তাদের সংঘটিত অপরাধ ঢাকার কোনও সুযোগ দেয়া হবে না।’কামার জাভেদ বাজওয়া বলেন, ‘কাশ্মির সংকট নিরসনে পাকিস্তান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শান্তির জন্য যতটা জোরালো দরকার, আমরা ততটাই পদক্ষেপ নেবো। শক্ত ও কঠিন পদক্ষেপ দরকার পড়লে আমরা জীবন দিয়ে শত্রুর আগ্রাসনের মোক্ষম জবাব দিব।’

Leave A Reply

Your email address will not be published.