অনুমতি ছাড়াই সফর এসে আফগান জাতিকে অপমান করেছেন ট্রাম্প: ইরান

0 410

কোনো অনুমতি ও পূর্ব ঘোষণা ছাড়াই আফগানিস্তানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের সমালোচনা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ইরানের সর্বোচ্চ নেতার দপ্তর থেকে এক টুইটার বার্তায় বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা কোনো অনুমতি না নিয়েই অন্য দেশে প্রবেশ করেন। কিন্তু তারা ওই দেশের রাজধানীতে যান না, ওই দেশের সরকারের কাছে যান না। সেখানে তাদের ঘাঁটি রয়েছে, তারা তাদের ঘাঁটিতে অবস্থান করেন।

এ ধরণের আচরণের মাধ্যমে আমেরিকা বিভিন্ন জাতির মুক্তি ও স্বাধীনতাকে আনুষ্ঠানিকভাবে অপমান করছে বলে ওই টুইটে মন্তব্য করা হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) কোনো ঘোষণা ছাড়াই আফগানিস্তান সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আমেরিকা থেকে সোজাসুজি আফগানিস্তানের বাগরাম ঘাঁটিতে অবতরণ করেন এবং সেখানে মার্কিন সেনাদের সঙ্গে নৈশভোজে মিলিত হন।

এর কয়েক দিন আগে একই কায়দায় ইরাক সফর করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী ।#

পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.