ইসরাইলি ড্রোন তাড়িয়ে দিল লেবাননের হিজবুল্লাহ

0 322

ইহুদিবাদী ইসরাইলের এক ড্রোনকে তাড়িয়ে দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

আজ (বৃহস্পতিবার) সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, লেবাননের দক্ষিণের নাবাতিয়া শহরের কাছে একটি ইসরাইলি ড্রোন প্রবেশ করার পরপরই যথোপযুক্ত অস্ত্রের সাহায্যে সেটাকে টার্গেট করা হয়। এর ফলে ড্রোনটি পালাতে বাধ্য হয়। অস্ত্রের নাম উল্লেখ করেনি হিজবুল্লাহ।

তবে আল-মায়াদিন টিভি চ্যানেল বলেছে হিজবুল্লাহ ড্রোনটি লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরাইল বলেছে, হিজবুল্লাহ তাদের ড্রোন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, কিন্তু তা লাগে নি।

গত বুধবারও হিজবুল্লাহ ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে। লেবাননে যখন বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী সা’দ হারিরি পদত্যাগ করেছে ঠিক তখনি ড্রোনের সাহায্যে অপতৎপরতা বাড়িয়েছে দখলদার ইসরাইল।#

পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.