আসলেই কি দ্বীন বা ধর্মের প্রয়োজনীয়তা আছে!

0 530

লিখেছেন: জনাব আলী নেওয়াজ খান

প্রশ্ন: ‘দ্বীন’ শব্দের অর্থ কি ? দ্বীন বা ধর্মের প্রয়োজনীয়তা কি ?

উত্তর: প্রথমত দ্বীন শব্দের অনেকগুলো অর্থ রয়েছে । যেমন:
(১) যেকোনো ধরণের আর্দশ, চিন্তা, প্রথা বা কালচার সেটি সত্য বা কিংবা মিথ্যা হোক না কেন তাকে দ্বীন বলা হয়ে থাকে । পবিত্র কুরআনে মহান প্রতিপালক কাফেরদের সম্পর্কে বলেন: « لَكُمْ دِينُكُمْ » কাফেরদের পথ ও পন্থাকেও দ্বীন শব্দ দ্বারা পরিচয় দেয়া হয়েছে । [সুরা আল কাফেরুন আয়াত নম্বর ৬ নম্বর ]
(২) আমল ও আনুগত্য অর্থে দ্বীন শব্দ ব্যবহৃত হয়েছে । যেমন: لِلَّهِ الدِّينُ الْخَالِصُ [সুরা আল যুমার ৩ নম্বর আয়াত]
(৩) ধর্ম ও ঐশী শরীয়ত অর্থে ব্যবহৃত হয়েছে । যেমন : إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ আল্লাহর কাছে একমাত্র সঠিক ও সত্য ধর্ম হল ইসলাম এবং আনুগত্যতা । [সুরা আলে ইমরান ১৯ নম্বর আয়াত]
(৪) হিসাব ও প্রতিদান অর্থে ব্যবহৃত হয়েছে । যেমন: مَالِكِ يَوْمِ الدِّينِ প্রতিদান দিবসের মালিক । সেদিনটি এমন একটি দিন কেউই তা সহ্য বা উপলব্ধি করতে পারবে না; যেদিন মানুষের কোন কিছুই কোনো কাজে আসবে না। [ ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ ] [সুরা ইনফিতর ১৮-১৯ নম্বর আয়াত]
দ্বিতীয়ত: অতএব পৃথিবীর কোনো মানুষই বে-দ্বীন বা জীবনযাপনের পথ ও পন্থা বিহীন অবস্থায় থাকতে পারে না । কিন্তু প্রশ্ন হলো এই পথ ও পন্থা বা জীবনযাপনের পদ্ধতি কার থেকে নেবো ?
(১) নিজের ইচ্ছামত (২) সমাজের অধিপতিদের থেকে (৩) পূর্ব পূরুষদের থেকে (৪) স্রষ্টা ।
উল্লেখিত চারটি উৎসের মধ্যে চার নম্বরটি মানুষের বুদ্ধিবৃত্তি ও সহজাতসত্তা সম্মত উৎস । [إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ] আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম বা তাঁর সম্মুখে আনুগত্যতা প্রকাশ । [সুরা আলে ইমরান ১৯ নম্বর আয়াত]

Leave A Reply

Your email address will not be published.