কাশ্মীর ইস্যুতে সৌদি যুবরাজের সাথে ইমরান খানের ফোনালাপ; যুরাজের নীরবতা

0 920

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মির ইস্যু নিয়ে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেছেন। গত সোমবার ভারতের বিজেপি সরকার জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে এবং রাজ্যটিকে দুই ভাগে বিভক্ত করে ভারতের সঙ্গে একীভূত করার ঘোষণা দিয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) দু নেতা কথা বলেন। ফোনালাপে তারা কাশ্মির পরিস্থিতি এবং এ ঘটনায় কী ধরনের প্রচেষ্টা চলছে তা নিয়ে আলোচনা করেন। কাশ্মিরের সর্বশেষ পরিস্থিতিও যুবরাজকে জানান ইমরান খান।

কাশ্মিরে চলছে অনির্দিষ্টকালের কারফিউ

কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করার পর পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ও অন্য শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের পাশাপাশি প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। এ সময় তেমন কিছুই বলেনি যুবরাজ বিন সালমান।

ভারতের সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে ইমরান খান টেলিফোনে কথা বলেন। মালয়েশিয়া ও তুরস্কের দু নেতাই পাকিস্তানের প্রতি সমর্থন দেয়ার আশ্বাস দেন।

এরদোগান আলোচনায় বসার জন্য ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ছেন। তবে তিনি বলেছেন, কাশ্মির ইস্যুতে আংকারা ইসলামাবাদকে দৃঢ় সমর্থন দেয়া অব্যাহত রাখবে।

Leave A Reply

Your email address will not be published.