নবী-রাসুলগণও ভুল করেছেন, আমরা মানুষ কীভাবে ভুল থেকে মুক্ত থাকতে পারি: বিন সালমান

0 990

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘জামাল খাশোগি হত্যাকাণ্ড মারাত্মক অপরাধ ছিল কিন্তু সৌদি আরবের নেতা হিসাবে আমি সৌদি সরকারের পক্ষ থেকে পুরো দায় গ্রহণ করছি। একজন সৌদি নাগরিক যদি সৌদি নাগরিকের বিরুদ্ধে অপরাধ করে, তবে একজন নেতা হিসাবে আমাকে দায়িত্ব নিতে হবে। হত্যাকাণ্ডটি একটি ভুল ছিল বলেও মন্তব্য করেন তিনি। গত সোমবার আমেরিকান নিউজ চ্যানেল সিবিএস ও আরব নিউজ.ইউকে’র বরাত দিয়ে ডেইলি পাকিস্তান এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

আমেরিকান নিউজ চ্যানেল সিবিএসের ‘৬০ মিনিট’ প্রোগ্রামে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে এ ধরনের ভুল কতটি করা হয়েছে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নবি-রাসুলগণও ভুল করেছিলেন, সে জায়গায় আমরা তো মানুষ। আমরা মানুষ হিসাবে কীভাবে ভুল থেকে মুক্ত থাকতে পারি!’

তিনি বলেন, ‘আমাদের অবশ্যই এই ভুলগুলি থেকে শিখতে হবে এবং সেগুলি পুনরাবৃত্তি করতে যেনো না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
তিনি সেখানে ১৪ সেপ্টেম্বর সৌদি স্থাপনাসমূহের উপর হামলা, বিশ্বব্যাপী জ্বালানী সংকটের বিষয়েও কথা বলেন। মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক সংকট নিয়েও বিস্তারিত কথা বলেন।

Leave A Reply

Your email address will not be published.