কাশ্মীরে শিথিল হবে কারফিউ; বিচ্ছিন্ন থাকবে ফোন ও ইন্টারনেট

0 366

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জনসাধারণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আগামীকাল ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের পর থেকে শিথিল করা হবে। তবে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নই থাকবে। কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকবে কারণ পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ভারত শত্রুর হাতে এ যন্ত্র তুলে দিতে পারে না। এক সপ্তাহ বা ১০ দিনে সবকিছু ঠিক হয়ে যাবে এবং ক্রমান্বয়ে সংযোগ চালু করা হবে বলে তিনি জানান।

৪ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার ঘোষণা দেয় বিজেপি সরকার। জম্মু ও কাশ্মীর রাজ্যকে দ্বিখণ্ডিত করা হয়। জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দু’টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়।

কাশ্মীরে মোতায়েন ভারতীয় নিরাপত্তা বাহিনী

এরপর থেকেই কাশ্মীরে কঠোর কারফিউ জারি রয়েছে এবং ইন্টারনেটসহ টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রাখা হয়েছে। কাশ্মীরের শহর ও গ্রামে মোতায়েন রয়েছে হাজার হাজার সেনা। তবে কারফিউ থাকলেও সেখানে বিচ্ছিন্নভাবে বিক্ষোভের ঘটনা ঘটছে।#

পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.