ইরানে হামলার দুঃসাহস দেখালে ইসরাইলের পতন অনিবার্য: আইআরজিসি বাহিনী প্রধান

0 549

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা হামলা চালাতে আগ্রহী হবে না কারণ তারা জানে যে, এ ধরনের যেকোনো যুদ্ধ ইহুদিবাদী ইসরাইলকে পরিপূর্ণ ঝুঁকির মুখে ফেলবে এবং তাদের পতন অনিবার্য হয়ে উঠবে।

গতকাল (বৃহস্পতিবার) জেনারেল সালামি এক অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের শত্রুরা কোনো যুদ্ধকে নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবে না বরং তারা যুদ্ধের বিস্ফোরণ ও আগুন দেখবে এবং সমস্ত জায়গায় তাদের জন্য বিপদ ছড়িয়ে পড়বে। জেনারেল সালামি ইসরাইল-বিরোধী শক্তির উত্থানের কথা উল্লেখ করে বলেন- সিরিয়া, লেবানন ও ফিলিস্তিনে এই শক্তি বেড়েই চলেছে এবং শত্রুরা খুব ভালো করে জানে যে, নতুন যেকোনো যুদ্ধে ইহুদিবাদীদের পতন অবশ্যসম্ভাবী। তারা যুদ্ধের সম্ভাব্য ফলাফল সম্পর্কে ধারণা রাখে।

ইসরাইল অভিমুখে তাক করা সারি সারি ক্ষেপণাস্ত্র
ইরানি ক্ষেপণাস্ত্র
মাটির নীচে সারি সারি সাজানো ইরানি মিসাইল
আন্ডারগ্রাউন্ডে সাজানো সারি সারি মিসাইল
ইরানের শক্তিশালী এন্টি-মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা

আইআরজিসি প্রধান বলেন, “মধ্যপ্রাচ্য অঞ্চলের বেশ কয়েকটি মিত্র দেশ আমেরিকাকে একসময় যুদ্ধে জড়িয়ে পড়ার উসকানি দিয়েছে কিন্তু পরে তারা বুঝতে পেরেছে যে, ইরান-বিরোধী যুদ্ধ তাদের রাজনৈতিক ব্যবস্থাকে হুমকির মুখে ফেলবে; সেজন্য তারা এখন চুপ করে রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.