এবার আরব দেশের একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইরান

0 469

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার রমেজান জিরাহি আজ (রোববার) জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বাহিনীর টহল দল গত বুধবার রাতে পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের কাছ থেকে তেলবাহী জাহাজটি আটক করে।

কমান্ডার জিরাহি জানান, “বিদেশি জাহাজটি অন্য কয়েকটি জাহাজ থেকে তেল নিয়ে তা পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশে চালান করছিল।” তবে তিনি কোনো আরব দেশের নাম উল্লেখ করেন নি। কমান্ডার জিরাহি জানান, আটক জাহাজ থেকে সাত লাখ লিটার তেল ও বিভিন্ন দেশের সাতজন নাব্কিকে আটক করা হয়েছে।

আটক ব্রিটিশ ট্যাংকার স্টেনা ইমপেরো 

ইরানের বিচার বিভাগের সঙ্গে শলা-পরামর্শ করেই জাহাজটি আটক করা হয় বলে জানান রমেজান জিরাহি। এর আগে গত ১৪ জুলাই আইআরজিসি পারস্য উপসাগরের লারাক দ্বীপ থেকে আরেকটি তেল চোরাচালানকারী জাহাজ আটক করেছিল। এছাড়া, ১৯ জুলাই ব্রিটেনের একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে।#

সুত্র পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.