নামাযের মধ্যে যে আমল আপনার নামাযের ছওয়াবকে হাজার গুণ বৃদ্ধি করবে!

0 1,507
বিসমিল্লাহি রাহমানির রাহিম।
নামাযের মধ্যে সাধারণ কয়েকটি আমল যা আপনার নামাযের ছওয়াবকে হাজার গুণ বৃদ্ধি করবে।
 
১। আজান ও আকামাহঃ
নামাযের শুরুতে আজান ও আকামাহ বললে ঐ মুমিন ব্যক্তির পিছনে দুই সারি ফেরেশতা তার পিছনে নামায আদায় করে ।
সুত্র- সাবাবুল আমাল সাদুক পৃ ৭২
 
২। রুকু পূর্ণভাবে আদায় করা।
নামাযের মধ্যে রুকু পূর্ণ ভাবে করলে কবরের ভয়াবহ আজাব থেকে রক্ষা পাবে।
 
৩। আকিক পাথরের আংটি পড়াঃ
দুই রাকাত নামাযা আকিক পাথরের আংটি পরে আদায় করা, হাজার রাকাত নামায আংটি ছাড়া আদায় করার সমান।
 
৪। মেসওয়াক করাঃ
দুই রাকাত মেসওয়াককরে আদায় করা, ৭০ রাকাত নামায মেসওয়াক ছাড়া আদায় করার সমান।
 
৫। সূরা ক্বদর তেলাওয়াত করাঃ
নামাযের মধ্যে যে কোন রাকাতে সূরা ক্বদর তেলাওয়াত করলে গুণাহসমূহকে ক্ষমা করে দেওয়া হয়।
 
৬। ওযু করার সময় নাকে পানি দেওয়াঃ
ওযু করার সময় নাকে পানি দিয়ে ভাল ভাবে পরিস্কার করলে তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং শয়তানের উপর তাকে বিজয়ী করা হয়।
 
৭। আতর ব্যবহার করাঃ
আতর ব্যবহার করে নামায আদায় করলে নামাযের ছওয়াব ৭০ গুণ বেশী করা হয়।
 
৮। তাসবীহ যাহরা পাঠঃ
নামাযা শেষ করার পর হযরত ফাতেমা যাহরা (সাআ) এর তাসবীহ ( ৩৪ বাব আল্লাহু আকবার, ৩৩ বার আল হামদুলিল্লাহ, ৩৩ বার সুবহান আল্লাহ) পাঠ করলে হাজার রাকাত নামাযের ছওয়াব তাকে দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.