যে নয়টি বিষয়ের প্রতি স্বয়ং আল্লাহতায়ালা রাসূলকে (সা.) বিশেষ তাগিদ করেছেন!

0 497

*বিসমিল্লাহির রাহমানির রাহিম।*

বিষয়: উল্লেখযোগ্য নয়টি বিষয় যার তাগিদ স্বয়ং আল্লাহতায়ালা তাঁর নবীর প্রতি করেছেনঃ

قال رسول الله ص : أوصاني ربي بتسع : أوصانيي بالإخلاص في السر و العلانية، و العدل في الرضاء و الغضب، والقصد في الفقر و الغنى، و أن أعفوَ عمن ظلمني، و أعطىَ من حرمني و واصل من قطعني، و أن يكون صميَ فكرا و منطقي ذكرا و نظري عبراً.

[تحف العقول: ص ٣٦]

অনুবাদ: আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেছেন: আমার প্রতিপালক আমাকে নয়টি বিষয়ে তাগিদ করেছেন!

১. প্রকাশ্যে ও গোপনে বিশুদ্ধতা।
২. খুশিতে ও দুঃখে ন্যায়পরায়ণতা।
৩. দরিদ্রতায় ও সম্পদশালীতায় মধ্যপন্থা (মিতব্যয়িতা)
৪. এবং যে আমার উপর জুলুম করেছে তাকে মাফ করে দিতে।
৫. যে আমাকে বঞ্চিত করেছে তাকে দিতে।
৬. যে সম্পর্ক ভেঙেছে তার সাথে সম্পর্ক স্থাপন করতে।
৭. এবং নিরবতায় চিন্তাশীলতা।
৮. কথাবার্তায় আল্লাহর স্মরণ।
৯. ও দেখায় দৃষ্টান্ত অর্জন।

আল্লাহতালা আমাদের সকলকে এই নয়টি বিষয় আমল করার তওফিক দান করুক। আমিন।

[সুত্র: তুহাফুল উক্বূল, পৃষ্ঠা ৩৬]

Leave A Reply

Your email address will not be published.