ট্রাম্পের নামে গোলান মালভূমিতে ইহুদি অবৈধ বসতির নামকরণ করা হলো।

0 493

অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইল সরকার নতুন করে একটি অবৈধ বসতি স্থাপনা তৈরি করেছে যার নাম রাখা হয়েছে ড্রোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সম্মান দেখিয়ে এ নামকরণ করা হয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এ কারণেই ইহুদিবাদী ইসরাইল ট্রাম্পের সম্মানে ‘ট্রাম্প হাইট’ নামে ওই বসতির নামকরণ করে। গতকাল ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নামফলক উন্মোচন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, “গোলান মালভূমি ইসরাইলের এবং এটি চিরদিন ইসরাইলেরই থাকবে।” এ সময় তিনি ট্রাম্পকে ইসরাইলের মহান বন্ধু হিসেবে আখ্যায়িত করেন। নেতানিয়াহু বলেন, “ট্রাম্প ইসরাইলের স্বার্থে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা অন্য কেউ করেন নি।”

Leave A Reply

Your email address will not be published.