খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় তুরস্ককে হুঁশিয়ার করে দিয়েছেন: যুবরাজ মুহাম্মাদ বিন সালমান

0 517

সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় স্বার্থ হাসিল বা সুযোগ গ্রহণ না করার জন্য তুরস্ককে হুঁশিয়ার করে দিয়েছেন যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। খাশোগির মৃতদেহ কোথায় রয়েছে তা স্পষ্ট করার জন্য তুরস্ক সৌদি সরকারের ওপর চাপ সৃষ্টি করে আসছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

আরবি পত্রিকা আশ-শারকুল আওসাতকে দেয়া সাক্ষাতকারে যুবরাজ সালমান বলেন, “খাশোগি হত্যার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু কেউ যদি রাজনৈতিকভাবে সুযোগ গ্রহণের চেষ্টা করে তাহলে তা বন্ধ হওয়া উচিত। সৌদি আরব আদলতে প্রমাণ উপস্থাপন করবে যা বিচারের পথ সুগম করবে।” যুবরাজ এ বক্তব্য দিলেও তিনি সরাসরি তুরস্কের নাম উল্লেখ করেন নি। তবে তিনি বলেছেন, তুরস্কসহ সব মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করতে আগ্রাহী সৌদি আরব।

২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কন্স্যুলেট ভবনে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়। বিষয়টি নিয়ে তুরস্ক নানামুখী চাপ সৃষ্টি করে সৌদি সরকারের ওপর। এ হত্যাকাণ্ডের বিষয়ে গত নভেম্বর মাসে সিআইএ’র রিপোর্ট তুলে ধরে ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানিয়েছিল যে, এর সঙ্গে যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সম্পর্ক রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.