গত জাতীয় নির্বাচনে দেশের মানুষ কোথাও ভোট দিতে পারেনি: মেনন

0 879

ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটসঙ্গী বাংলাদেশের ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, বিগত জাতীয়, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোথাও ভোট দিতে পারেনি দেশের মানুষ। গত নির্বাচনে আমিসহ যারা নির্বাচিত হয়েছি আমাদেরকে দেশের জনগন ভোট দেয় নাই। ভোটাররা কেউ ভোট কেন্দ্রে আসতে পারেনি।

আজ (শনিবার) বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত বাংলাদেশের ওয়াকার্স পার্টির জেলা কমিটির সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

হাসিনা সরকারের সাবেক মন্ত্রী মেনন এ সময় স্বীকার করেন, আজ দেশের ভোটাধিকার হরণ করেছে সরকার। সরকার দেশব্যাপী উন্নয়নের রোল মডেল করেছে দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে অথচ, উন্নয়নের নামে দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। উন্নয়নের নামে আজ দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে সরকার, তাই কেউ মুখ খুলে মত প্রকাশ করতে পারে না।

সূত্র: যুগান্তর, পার্সটুডে।

Leave A Reply

Your email address will not be published.