আমরা এখনো জানি না কারা এবং কেন হামলা করেছে: সৌদি জ্বালানি মন্ত্রী

0 388

সৌদি আরবের তেলমন্ত্রী মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বলেছেন, আরামকো তেল স্থাপনার উপর কারা হামলা চালিয়েছে রিয়াদ তা এখনো জানে না। তিনি আরো বলেন, এই হামলা কী কারণে হয়েছে সেটিও পরিষ্কার নয়।

গতকাল (মঙ্গলবার) তিনি বন্দরনগরী জেদ্দা শহরে সাংবাদিকদের বলেন, আমরা এখনো জানি না কারা এই হামলার পেছনে রয়েছে। তিনি বলেন, আমরা পেশাদারিত্বপূর্ণ প্রমাণ চাই যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে।

চলতি মাসের শুরুর দিকে নিয়োগ পাওয়া তেলমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, আরামকো স্থাপনায় হামলার পর তার দেশ কৌশলগত রিজার্ভ থেকে ক্রেতাদের তেলের চাহিদা পূরণের চেষ্টা করছে। সৌদি মন্ত্রী বলেন, এমন কিছু ব্যবস্থা নেয়া দরকার যার মাধ্যমে এ ধরনের হামলা প্রতিহত করা যায় তবে। তবে কী ধরনের ব্যবস্থা নেয়া দরকার তিনি তা বিস্তারিত বলেন নি।

আরামকো তেল স্থাপনার ওপর ড্রোন হামলা চালায় ইয়েমেনের হুথি সমর্থিত সেনারা

সৌদিয়া মন্ত্রী বলেন, চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিকে সৌদি আরব প্রতিদিন এক কোটি ১০ লাখ ব্যারেল তেল উৎপাদনের ক্ষমতা অর্জন করবে এবং সেটি নভেম্বর মাসের শেষ দিকে বেড়ে এক কোটি ২০ লাখ ব্যারেলে পৌঁছাবে।

সৌদি আরবের তেল স্থাপনায় হামলার জন্য আমেরিকা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দায়ী করে যখন দফায় দফায় বিবৃতি দিচ্ছে তখন সৌদি তেলমন্ত্রী এসব কথা বলল। আমেরিকার অভিযোগকে ইরান ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।#

পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.