ব্রিটেনকে বলেছি ইরানের ওপর চাপ বাড়ান: ইসরাইলি প্রধানমন্ত্রী

0 344

তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ফোন করে বলেছেন, ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করুন। ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে সরে গিয়ে পুনরায় নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান দখলদার প্রধানমন্ত্রী।

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তিনি আরও বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকার সঙ্গে যোগ দেওয়া এবং নিষেধাজ্ঞা পুনর্বহাল করা।

এর আগেও নেতানিয়াহু ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যেতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন, তবে ইউরোপীয়রা তা প্রত্যাখ্যান করেছে।

ইউরোপীয় দেশগুলো ইউরোপসহ গোটা বিশ্বের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার ফসল পরমাণু সমঝোতা বা জেসিপিওএ থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছেন।

সুত্র পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.