ইরানি তরুণদের জ্ঞান-বিজ্ঞানের সীমানা আরো বাড়াতে হবে: সর্বোচ্চ নেতা

0 391

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার দেশের তরুণ-তরুণীদেরকে জ্ঞান-বিজ্ঞানের সীমানা আরো বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, এসব তরুণ-তরুণীকেই দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের মর্যাদা বাড়াতে হবে।

ইরানের অলিম্পিয়াড মেডাল ও বিশ্ব চ্যাম্পিয়ন জাতীয় যুব ভলিবল দলের সদস্যদের দেয়া সাক্ষাতে সর্বোচ্চ নেতা আজ (বুধবার) এসব কথা বলেন।

তিনি বলেন, “ইসলামি বিপ্লব বিজয়ের পর বিশেষ করে গত ২০ বছরে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে এগিয়ে নেয়ার জন্য আমাদের সবরকমের প্রচেষ্টা সত্ত্বেও এখনো অনেক ঘাটতি রয়েছে। এ কাজে এখন মূল দায়িত্ব তরুণ প্রজন্মের কাঁধে। বৈজ্ঞানিক সফলতার উচ্চ গতি ধরে রাখার জন্য বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞানের সীমানা বাড়াতে হবে“”

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ইরানি প্রতিভাবানরা শুধু বৈজ্ঞানিক প্রতিযোগিতায় সফল হবে এখন আর তেমন আশা করা হয় না বরং তারা ন্যানো-টেকনোলজির মতো বিজ্ঞানের অজানা খাতকে উন্মোচন করতে চায়।

সাক্ষাৎ অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা ইরানের যুব ভলিবল দলের সাফল্যেরও প্রশংসা করেন। গত মাসে এ দল প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।#

পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.