সৌদি শাসকদের চাপের কারণে কুয়ালালামপুর সামিটে অংশ নেয়নি পাক প্রধানমন্ত্রী ইমরান খান: এরদোগান

0 480

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সৌদি শাসকদের চাপের কারণে কুয়ালালামপুর সামিটে অংশ নিতে পারেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি মালয়েশিয়ার সাংবাদিকদের এ কথা বলেছেন।

এরদোগান বলেন, কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইসলামি সম্মেলনে ইমরান খানকে যেতে নিষেধ করেছিল সৌদি শাসকরা। সৌদি আরব এই বলে হুমকি দিয়েছিল যে, কুয়ালালামপুর সম্মেলনে অংশ নিলে তারা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক থেকে তাদের সব অর্থ সরিয়ে নেবে এবং ৪০ লাখ সৌদি প্রবাসীকে তাড়িয়ে দেবে।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, পাকিস্তান অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে। এ কারণে ইমরান খান সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন এবং পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশিকে কুয়ালালামপুরে পাঠান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ওই সম্মেলনে অংশ নিতে রাজি হওয়ায় সৌদি আরব অসন্তোষ প্রকাশের পর ইমরান খান রিয়াদ সফরে যান। সৌদি থেকে ফিরেই তিনি কুয়ালালামপুর সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত জানান। গত বৃহস্পতিবার ওই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.