পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ইহুদিবাদী ইসরাইল

0 307

ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনী পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ‘ইরানকে শক্তি প্রদর্শনের’ উদ্দেশ্যে ওই পরীক্ষা চালানো হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যম দাবি করেছে।

ইসরাইলি ‘আই২৪ নিউজ’ চ্যানেল জানিয়েছে, গতকাল (শুক্রবার) তেল আবিবের দক্ষিণে অবস্থিত পালমাচিম বিমান ঘাঁটিতে এ পরীক্ষা চালানো হয়।ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, এ পরীক্ষা পূর্ব পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে। বিবৃতিতে বলা হয়, এ ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহন করে ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

মধ্যপ্রাচ্যে একমাত্র ইহুদিবাদী ইসরাইলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ইহুদিবাদী ইসরাইলের কাছে ‘অপ্রচলিত অস্ত্র’ রয়েছে বলে ঘোষণা করেছিলেন। কিন্তু তেল আবিব এ খবরের সত্যতা স্বীকার বা অস্বীকার না করার নীতি গ্রহণ করেছে। ইহুদিবাদী ইসরাইলের কাছে ২০০ থেকে ৪০০টি পরমাণু অস্ত্র রয়েছে বলে মনে করা হয়।

কিন্তু আমেরিকার সার্বিক পৃষ্ঠপোষকতার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এখন পর্যন্ত তেল আবিবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে সক্ষম হয়নি। ইহুদিবাদী ইসরাইলের পরমাণু অস্ত্র নিয়ে যতবারই নিরাপত্তা পরিষদে প্রস্তাব উঠেছে ততবারই তাতে ভেটো দিয়েছে আমেরিকা।#

পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.