আবার সৌদি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনিরা

0 360

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের আরো একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। এবার তারা ড্রোনটি ভূপাতিত করেছে উত্তর-পূর্বাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে।

হুথি আনসারুল্লাহ আন্দোলনের মিডিয়া ব্যুরো জানিয়েছে, চীনের তৈরি মধ্যম উচ্চতায় দীর্ঘ সময় ধরে উড়তে সক্ষম উইং লুং নামের একটি ড্রোন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করে।

গত কয়েক মাস ধরে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বিমান, হেলিকপ্টার ও ড্রোন নিয়মিতভাবে ভূপাতিত করে চলেছে। ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের যে এলাকায় এবার হুথি সমর্থিত সেনারা সৌদি ড্রোনটি ভূপাতিত করেছে, গত ১৯ এপ্রিল ঠিক একই এলাকায় তারা আরেকটি ড্রোন ভূপাতিত করেছিল।

অ্যপাচি হেলিকপ্টার ভূপাতিত করার দৃশ্য

গত বৃহস্পতিবার আনসারুল্লাহ বাহিনী সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করে। ওই ঘটনায় হেলিকপ্টারের দুই পাইলট নিহত হয়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছিলেন, সৌদি হেলিকপ্টারটি শত্রুতামূলক তৎপরতায় নিয়োজিত ছিল। তিনি সে সময় ইয়েমেনের আকাশসীমায় শত্রুর যেকোনো ধরনের বিমান, হেলিকপ্টার কিংবা ড্রোন প্রবেশের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।#

পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.