কাশ্মীরের পক্ষে লড়াই করতেই জাতিসংঘে এসেছি: পাক প্রধানমন্ত্রী ইমরান খান

0 1,099

কাশ্মীরের পক্ষে লড়াই করতে জাতিসংঘে এসেছেন বলে করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

জাতিসংঘে অবরুদ্ধ কাশ্মীরিদের পক্ষে সোচ্চার থাকবেন জানিয়ে বুধবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি জাতিসংঘের সাধারণ অধিবেশনে কাশ্মীর ইস্যুটি নিয়েই লড়ার জন্য এসেছি। উপত্যকাটিতে ভারত সরকারের নির্মম অত্যাচারের বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে।

কারণ বিগত ৭০ বছর যাবত তারা ভারত সরকারের হাতে নিপীড়িত হয়ে আসছে।’

সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ও জাতিসংঘে নিয়োজিত পাকিস্তানের স্থায়ী দূত মালিহা লোদিও উপস্থিত ছিলেন।

কাশ্মীর সংকট নিরসন জাতিসংঘের দায়িত্ব উল্লেখ করে ইমরান খান বলেন, ‘জাতিসংঘের ঘোষিত নীতিমালাতে কাশ্মীরিদের গণভোট দেয়ার অধিকার ছিল। কিন্তু ভারতের বিজেপি সরকার একতরফাভাবে উপত্যকাটির জনগণের অধিকার কেড়ে নিয়েছে।’

তিনি বলেন, ‘গত ৫১ দিন ধরে ৮০ লাখ কাশ্মীরিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ৯ লাখের বেশি সেনা মোতায়েন করা হয়েছে উপত্যকাটিতে। জাতিসংঘকে বিষয়টি অবশ্যই কার্যকরী পদক্ষেপ নিতে হবে।’

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মালিহা লোধি আগেই বলেছিলেন, ‘এবারের সাধারণসভায় পাকিস্তানের মূল এজেন্ডা হচ্ছে কাশ্মীর ইস্যু।’

সূত্র: যুগান্তর, কাশ্মীর লিংকস।

Leave A Reply

Your email address will not be published.