রুশ ৫ম প্রজন্মের যুদ্ধবিমান এসইউ-৫৭ কেনার আলোচনা করছে তুরস্ক: এরদোগান

0 503

তুরস্কের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই এসইউ-৫৭ কেনার জন্য মস্কোর সঙ্গে আলোচনা করছে আঙ্কারা।

তিনি আজ (শুক্রবার) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। এরদোগান বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট রুশ মন্ত্রীদের সঙ্গে আলোচনা করছেন তুর্কি মন্ত্রীরা।

বিমান মেলায় পঞ্চম প্রজন্মের রুশ বিমান দেখছেন এরদোগান
মস্কোর বাইরে অনুষ্ঠিত বিমানমেলায় পঞ্চম প্রজন্মের রুশ বিমান নিজে দেখার কয়েকদিন পরই এ কথা জানালেন এরদোগান। মস্কো এ বিমানমেলায় প্রথমবারের মতো এসইউ-৫৭’র প্রদর্শনীযোগ্য মডেল উন্মোচন করা হয়।

ন্যাটো সদস্য দেশ তুরস্কের কাছে আমেরিকা এফ-৩৫ বিক্রি করতে অস্বীকার করাকে কেন্দ্র করে রাশিয়ার যুদ্ধবিমানের দিকে ঝুঁকতে শুরু করেছে আঙ্কারা। মার্কিন তীব্র চাপকে অস্বীকার করে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পর দেশটির ওপর মার্কিন নানামুখী চাপ বাড়তে থাকে।

এসইউ-৫৭ বিমানের বহর
অবশ্য, মার্কিন এসব চাপকে থোড়াই পরোয়া করছে তুরস্ক। তুর্কি কর্মকর্তারা বলছেন, নিজ পছন্দমতো দেশ থেকে অস্ত্র কেনার স্বাধীনতা আঙ্কারার আছে।#

পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.