সর্বোচ্চ সংযম প্রদর্শনই কাশ্মীরে হত্যাকান্ড ঠেকাতে পারে: ইমরান খানকে হাসান রুহানি

0 620

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, “আমরা ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের মাধ্যমে কাশ্মীরে হত্যাকাণ্ড এবং নিরাপত্তাহীনতা ঠেকানোর আহ্বান জানাচ্ছি।” তিনি আজ (রোববার) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনালাপে এ কথা বলেছেন।

রুহানি বলেন, ‘আঞ্চলিক নিরাপত্তা বিশেষ করে ভারত উপমহাদেশের নিরাপত্তা ইরানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা এবং মুসলমানদের অধিকার রক্ষায় ইরান সর্বাত্মক চেষ্টা চালাবে, এ ক্ষেত্রে কোনো ধরণের কার্পণ্য করবে না।’

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইরান ও পাকিস্তান সব সময় দু’টি ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন, ইরান সব সময় আঞ্চলিক অশান্তি ও উত্তেজনা নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

রুহানি বলেন, ‘কাশ্মীরের মুসলমানদেরকে তাদের স্বার্থ ও ন্যায্য অধিকার রক্ষা করতে হবে, তারা নিজেরা কি চায় তাদের তা বলার পরিবেশ করে দিতে হবে এবং তাদেরকে শান্তিতে বসবাসের সুযোগ দিতে হবে। তিনি বলেন, কাশ্মীর সমস্যার সামরিক সমাধান নেই, কূটনৈতিক উপায়েই কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে।’

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘ইরান ও পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক তা বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম। পাকিস্তান কাশ্মীরে নিরপরাধ মানুষ হত্যা এবং আঞ্চলিক উত্তেজনার বিষয়ে উদ্বিগ্ন। ইসলামি ইরান এই অঞ্চল বিশেষকরে মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে কাশ্মীর সমস্যার সমাধানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।’

ইরান সফরকালে (বা থেকে) ড. হাসান রুহানি, ইমরান খান ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ি।

Leave A Reply

Your email address will not be published.