লেবানন ও সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন; হামাসের নিন্দা ও প্রতিবাদ

0 338

আজ (রোববার) ভোরে দক্ষিণ বৈরুতে ড্রোন পাঠিয়েছিল ইহুদিবাদী ইসরাইল। এরপর ড্রোন দু’টিকে ভূপাতিত করা হয়।  হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইল লেবাননে ড্রোন পাঠিয়ে যে আগ্রাসী তৎপরতা চালিয়েছে তা উসকাননিমূলক পদক্ষেপ।

ফিলিস্তিনের হামাস ইহুদিবাদী ইসরাইলের মোকাবেলায় লেবানন এবং প্রতিরোধ ফ্রন্টের পাশে থাকবে বলেও ঘোষণা করেছে।এছাড়া, সিরিয়ায় ইসরাইলি হামলারও নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, নিজের ভূখণ্ড এবং জাতিকে রক্ষার অধিকার লেবাননের রয়েছে।

আজ সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, রাজধানী দামেস্কের দক্ষিণে ইহুদিবাদী ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে সিরিয়ার সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে।

সম্প্রতি হামাসের সঙ্গে হিজবুল্লাহ ও সিরিয়ার সম্পর্ক আগের চেয়ে আরও ঘনিষ্ঠ হয়েছে বলে জানা গেছে। #

পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.