উন্নত মার্কিন ড্রোন এমকিউ-নাইন ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী

0 327

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ধামার প্রদেশের আকাশে ওড়ার সময় মার্কিন ড্রোনটিকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত করা হয়েছে। এর ফলে তা ভূপাতিত হয়। ইয়েমেনিদের নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের সাহায্যে এটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।

তিনি জানান, সৌদি আরব আমেরিকার তৈরি ড্রোনটি ইয়েমেনিদের বিরুদ্ধে ব্যবহার করছিল। ড্রোন ধ্বংসের কাজে যে মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা খুব শিগগিরই সবার সামনে প্রদর্শন করা হবে তিনি জানান।

তিনি বলেন, আগ্রাসীদের উচিত ইয়েমেনের আকাশ সীমা লঙ্ঘন থেকে পুরোপুরি বিরত থাকা।

এর আগে গত মে মাসে আমেরিকার তৈরি ড্রোন এমকিউ-ওয়ান ধ্বংস করে ইয়েমেনির সামরিক বাহিনী।

ইয়েমেনে সৌদি সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত হয়েছে। তবে আজকের ড্রোনটিই সবচেয়ে উন্নত বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.