লেবাননে হিজবুল্লাহর সঙ্গে হামাসের বৈঠক!!!!!

0 361

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোল হামাসের একটি প্রতিনিধিদল আজ (বুধবার) লেবাননের রাজধানী বৈরুতে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

হিজবুল্লাহ’র ফিলিস্তিন বিষয়ক কর্মকর্তা হাসান হোববুল্লাহ ওই বৈঠকে বলেছেন, ২০০৬ সালে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহ যে বিজয় অর্জন করেছে তা ছিল গোটা প্রতিরোধ আন্দোলনের বিজয়। ফিলিস্তিনিদের অধিকার আদায়ের সংগ্রামে লেবাননের জনগণের সমর্থন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

হামাসের গণমাধ্যম ও রাজনৈতিক সম্পর্ক বিষয়ক প্রধান আহমাদ আব্দুল হাদি এ সময় ৩৩ দিনের যুদ্ধে হিজবুল্লাহর বিজয়ের বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়ে বলেন, এই মহাবিজয়ের মধ্যদিয়ে ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর শক্তি ও দৃঢ়তা সবার সামনে স্পষ্ট হয়েছে।

হিজবুল্লাহ ও হামাসের মধ্যে এই বৈঠককে দুই প্রতিরোধ সংগঠনের মধ্যে সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০০৬ সালের জুলাইয়ে লেবাননে আগ্রাসন শুরু করে ইহুদিবাদী ইসরাইল। এ সময় হিজবুল্লাহ অবিস্মরণীয় প্রতিরোধ গড়ে তুললে দখলদার ইসরাইল পরাজয় মেনে নিতে বাধ্য হয় এবং ১৪ আগস্ট হিজবুল্লাহর বিজয়ের মধ্যদিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে।#

পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.