তেল ট্যাংকার ছেড়ে দিতে ব্রিটেনকে বাধ্য করেছে ইরান: সংসদ স্পিকার

0 311

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, ইরানের দৃঢ়তার কারণে ব্রিটেন নতিস্বীকারে বাধ্য হয়েছে। ইরানি পদক্ষেপের কারণে লন্ডন জলদস্যুতা থেকে পিছু হটেছে।

ব্রিটেন ইরানি তেল ট্যাংকার গ্রেস-ওয়ান মুক্ত করার পর আজ সংসদ অধিবেশনে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। লারিজানি বলেন, ব্রিটেন বুঝতে পেরেছে ইরানের বর্তমান পরিস্থিতি ভিন্ন, অতীতের সঙ্গে বর্তমান পরিস্থিতির মিল নেই। কাজেই ষড়যন্ত্র বাস্তবায়ন করা যাবে না। আর এটা উপলব্ধি করার পরই তারা জলদস্যুতা বন্ধ করতে বাধ্য হয়েছে।

তিনি আরো বলেন, অতীতে ব্রিটেন আমেরিকার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ইরানের বৈধ মোসাদ্দেক সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান করিয়েছিল এবং মোসাদ্দেক সরকারের পতন ঘটিয়েছিল। পরবর্তীতে শাহকে নিজেদের ক্রীড়নকে পরিণত করেছিল। কিন্তু আজ ইরানের পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

লারিজানি বলেন, ইরানের একটি চমৎকার পদক্ষেপের কারণে ব্রিটেন ইরানি তেল ট্যাংকার ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ইসলামি বিপ্লবের কারণে এসব অর্জন সম্ভব হয়েছে বলে তিনি জানান।#

পার্সটুডে

Leave A Reply

Your email address will not be published.