জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ‘রেড নোটিশ’ জারীর উদ্যোগ!

0 455

ধর্ম প্রচারক ও বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিতে যাচ্ছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

২০১৬ সাল থেকে অর্থ-পাচার মামলা ও জঙ্গিবাদে উসকানির অভিযোগে ভারতীয় কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করতে চাচ্ছে।

কিন্তু গত তিন বছর ধরে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। ভারতীয় কর্তৃপক্ষ মুম্বাইয়ের একটি আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে।
যাতে জাকির নায়েকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। যদি এই পরোয়ানা জারি করা হয় তাহলে ইন্টারপোলের কাছে রেড এলার্ট নোটিশ জারির আহ্বান জানানো হবে। এর মধ্যদিয়ে উভয় দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ভারতের হাতে তুলে দেয়ার দাবি জানানো হবে।

এর আগে নয়াদিল্লির পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদন করা হলে ২০১৮ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেন।

তবে সম্প্রতি জাকির নায়েকের বিরুদ্ধে মালয়েশিয়ায় জাতিগত বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে তার মালয়েশিয়ায় বসবাসের অনুমতি বাতিল করা হতে পারে।

ইতোমধ্যে মালয়েশিয়ায় যেকোনো ধরনের সমাবেশে তার বক্তৃতা নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র: মালয় নিউজ, ইন্ডিয়া টুডে!

Leave A Reply

Your email address will not be published.