বাবরি মসজিদ রায়: ন্যায় বিচার করতে ব্যর্থ ভারত: পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায়ে ন্যায় বিচারের দাবি সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছে ভারতের আদালত।

গতকাল (শনিবার) ভারতের সুপ্রিম কোর্ট বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের রায় দিয়েছেন এবং বাবরি মসজিদের জন্য আলাদা জায়গা দিতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছে। ভারতের আদালতে এ রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান।

১৯৯২ সালে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা ৪৬০ বছরের পুরনো এই মসজিদ ভেঙে ফেলে। মসজিদের সেই স্থানে এখন মন্দির নির্মাণের জন্য আদেশ দিল ভারতের সুপ্রিম কোর্ট।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, ভারতের সংখ্যালঘু মুসলমানদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। ভারত যে কথিত ধর্মনিরপেক্ষতার দাবি করে আসে তার মোড়ক এই রায়ের মাধ্যমে উন্মোচিত হয়েছে এবং এও পরিষ্কার হয়েছে যে, ভারতের সংখ্যালঘুরা কোনমতেই নিরাপদ নয়। তাদের বিশ্বাস এবং ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য তাদেরকে এখন ভয়ের মধ্যে থাকতে হবে।#

পার্সটুডে

Comments (0)
Add Comment