সৌদি বনাম ইরান; বিরোধ নিরসনে সৌদি সফরে যেতে প্রস্তুত ইরানের পররাষ্ট্রমন্ত্রী!

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বিভিন্ন বিষয়ে সৌদি আরবের সঙ্গে তার দেশের মতপার্থক্য নিরসনের লক্ষ্যে আলোচনা করতে প্রয়োজনে রিয়াদ সফরে যেতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, ইয়েমেন সংকট সমাধানের ব্যাপারে যেকোনো উদ্যোগকে স্বাগত জানাবে তেহরান। ইরানের সরকার ও জনগণ যেকোনো পরিস্থিতিতে ইয়েমেনের জনগণের পাশে থাকবে বলেও তিনি মন্তব্য করেছেন।

আরবি সংবাদ সংস্থা আল-মাসিরাকে দেয়া এক সাক্ষাৎকারে জারিফ আরো বলেন, ইয়েমেন সংকট সমাধানের ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একটি উদ্যোগ নিয়েছেন এবং এ ব্যাপারে তার সঙ্গে তেহরানের যোগাযোগ অব্যাহত রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ!

পাক প্রধানমন্ত্রী ইমরান খান গত ১৩ অক্টোবর ইরান সফরে এসে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করেন। এর দু’দিন পর ১‌৫ অক্টোবর তিনি সৌদি আরব সফর করেন। ইরান সফরে এসে ইমরান খান জানান, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে সাহায্য করার লক্ষ্যে তিনি একান্ত ব্যক্তিগত উদ্যোগ তেহরান সফরে এসেছেন এবং ওই একই উদ্দেশ্যে সৌদি আরব সফরে যাবেন।

Comments (0)
Add Comment