পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প; নিহত ৮, আহত শতাধিক!

পাকিস্তানের উত্তর ও পূর্বাঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত আটজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকাল এই ঘটনা ঘটে।

অঞ্চলটির স্থানীয় সরকার ও পুলিশ কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
ভারতের কাছে পাকিস্তান শাসিত কাশ্মীরের মিরপুর শহরের এ কম্পন বেশি অনুভূত হয়। ভূমিকম্পের কারণে রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় শহরের বিভিন্ন স্থাপনা ভেঙে পড়েছে, সড়কে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে।

মিরপুর জেলা প্রশাসক মোহাম্মদ তৈয়ব জানান, তিন শিশুসহ মোট আটজন নিহত হয়েছেন। জেলা পুলিশ প্রধান ইরফান সালেম জানান, ভূমিকম্পে শতাধিক লোক আহত হয়েছেন।

ভূমিকম্পের কম্পন দিল্লি-এনসিআর, চন্ডীগড়, কাশ্মীর, হিমাচলের কিছু অংশের পাশাপাশি ইসলামাবাদ, লাহোর এবং খাইবার পাখতুন অঞ্চলসহ পাকিস্তানের বেশ কয়েকটি শহরে অনুভূত হয়েছিল।

সূত্র: জিও টিভি, কালের কন্ঠ, দ্য হিন্দু।

Comments (0)
Add Comment