হিজবুল্লাহকে ধোকা দিতে লেবালন সীমান্তে পুতুল বসালো ইসরাইল

লেবানন সীমান্তে পুতুল বসিয়েছে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী। ইরানের আরবি টিভি চ্যানেল ‘আল-আলম’ স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে বেশ কয়েকটি সামরিক গাড়ী মোতায়েন করা হয়েছে। তবে এসব গাড়ীর ভেতরে কোনো মানুষ নেই, সেখানে রয়েছে মানুষ আকৃতির কিছু পুতুল।

তবে দূর থেকে দেখে বোঝা কঠিন যে, সেগুলো মানুষ নয়, পুতুল।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেবে বলে ঘোষণা করার পর সীমান্তে পুতুল বসানোর ঘটনা ঘটল।

ঠিক কী উদ্দেশ্যে পুতুল বসানো হয়েছে তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে, হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক কৌশলের অংশ হিসেবে এ কাজ করা হয়েছে। কেউ কেউ ধারণা করছেন, হিজবুল্লাহর সদস্যদের ধোঁকা দিতে পুতুল বসানো হয়েছে।#

পার্সটুডে

Comments (0)
Add Comment