ভারত পাকিস্তানে হামলা চালালে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: ইমরান খানের উপদেষ্টা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্যবিষয়ক উপদেষ্টা ফিরদাউস আশিক আওয়ান বলেছেন, ‘ভারত যদি পাকিস্তানের উপরে হামলা চালায় তাহলে পাকিস্তান দৃঢ়ভাবে তার দাঁতভাঙা জবাব দেবে।’

ফিরদাউস আশিক আওয়ান

ইমরান খানের বিশেষ এ সহকারি বলেন, ‘ভারতের মোকাবেলায় পাকিস্তানের সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণ যুদ্ধ করবে। কানাডার গণমাধ্যম ‘ভাইস নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে ফিরদাউস আশিক বলেন, ‘তিনি পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর সম্পূর্ণভাবে আস্থাশীল।’

পাকিস্তানি এ কর্মকর্তা বলেন,’যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, তবে ভারত যদি হামলা চালায় তাহলে পাকিস্তান তা শক্তভাবে মোকাবেলা করবে।’ ভারতকে মোকাবেলা করার সাহস, শক্তি এবং সক্ষমতা পাক সেনাদের রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ফিরদাউস আশিক বলেন, পাকিস্তান এই সক্ষমতা এর আগেও প্রদর্শন করেছে।

তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি সরকার ভারতের ধর্মনিরপেক্ষতার চেহারা মুছে দিয়েছে এবং তিনি শক্তভাবে হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে ভারতের মুসলমানেরা এবং কাশ্মীরের জনগণ নরেন্দ্র মোদি সরকারের প্রথম এবং সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।’ ফিরদাউস আশিক বলেন, “আমরা এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছি।”

Comments (0)
Add Comment