ইরানের নিরাপত্তা কোনো বাণিজ্যিক পণ্য নয়: জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের নিরাপত্তা ইস্যুটি কোনো বাণিজ্যিক ও বিক্রয়যোগ্য পণ্য নয় বরং দেশের নিরাপত্তা ও শক্তি জনগণের সম্পত্তি।

তিনি বলেন, “আমরা কখনো নিরাপত্তা কিনি না, আবার নিরাপত্তা বিক্রিও করি না কারণ আমরা এই নিরাপত্তা, উন্নয়ন ও বৈধতা আমাদের জনগণের কাছ থেকে অর্জন করেছি।” রাজধানী তেহরানে মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আজ (বুধবার) এসব কথা বলেন।

জাওয়াদ জারিফ বলেন, ক্ষমতার ভিত্তি হিসেবে ইরান তার নিজের জনগণকে বিবেচনায় নেয়, বিদেশি শক্তিকে নয়। এসময় জারিফ সৌদি আরবের কথা উল্লেখ করে বলেন, এ ধরনের দেশ নিরাপত্তাকে বেচা-কেনার পণ্য হিসেবে দেখে থাকে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় সৌদি আরব সাদ্দামকে বিশ্বাস করে ইরান-বিরোধী যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ সাহায্য দিয়েছে, পরবর্তীতে সেই অর্থে কেনা অস্ত্র  সৌদি আরবের বিরুদ্ধে ব্যবহার করেছে। এরপরেও কী করে সৌদি আরব বুঝতে পারে না যে, অর্থ কখনো জাতীয় নিরাপত্তা রক্ষার নিশ্চয়তা দিতে পারে না।#

পার্সটুডে

Comments (0)
Add Comment