আফগানিস্তানে আবারো ২ মার্কিন সেনা নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে অন্তর্ঘাতমূলক হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছে। গতকাল সোমবার আফগানিস্তানে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো মিশন এক বিবৃতিতে দুই সেনার হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে। তবে মিশন বিস্তারিত কিছু বলে নি।

মার্কিন সেনারা আফগানিস্তানের একটি সামরিক ঘাঁটি পরিদর্শনে গেলে সেখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে কান্দাহার প্রদেশের পুলিশের উপপ্রধান মোহাম্মাদ কাসেম জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দুই মার্কিন সেনা নিহত এবং একজন আহত হওয়ার খবর এসেছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এটি অন্তর্ঘাতমূলক হামলা ছিল। আফগান সেনা বা আফগান সেনাবাহিনীর পোষাক পরিধানকারী সন্ত্রাসীরা মার্কিন সেনা বা ন্যাটো জোটের বাহিনীর ওপর গুলি বর্ষণ করেছে। ওই সূত্রটি জানিয়েছে যে কান্দাহার প্রদেশে এ ঘটনা ঘটেছে। তবে হামলার বিষয়ে পাওয়া তথ্যে পরিবর্তন আসতে পারে বলেও জানান তিনি। এ নিয়ে চলতি মাসে নিহত মার্কিন সেনার সংখ্যা তিনে দাড়িয়েছে এবং চলতি বছর অন্তত ১১ সেনা নিহত হলো।

সুত্র পার্সটুডে

মার্কিন সেনা আফগানিস্তান
Comments (0)
Add Comment