মহামানবের জন্ম

 দয়াময় করুণাধার

আল্লাহর নামেই শুরু

যিনি হচ্ছেন মহাবিশ্বের

মহা গুরুর গুরু।।

সৃষ্টির মধ্যে পঞ্চমানব

হলেন উত্তম অনন্য

তাদের তরে পড়তে দরুদ

করবো না কেউ কার্পণ্য।।

পবিত্র ভূমিতে পবিত্র দিনে

এলেন মোদের রাসূল

তাইত আজ ধরণীর বুকে

হয়েছে সব ব্যাকুল।।

জন্মের পরে আমেনার ঘর

হল আলোকিত

তাকিয়ে দেখেন রাসূল মোদের

আছেন সিজদায় রত।।

মোজেজা নিয়ে এসেছেন তিনি

এই দুনিয়ার পরে

সেই জন্যেই অগ্নিকুণ্ড

পড়লো আজি ঝরে।।

 

জলে ভরা দড়িয়াগুলি

গেল আজি শুকে

কম্পন সৃষ্টি করলো গিয়ে

উচ্চ প্রাসাদের বুকে।।

জন্মের আগে হারালেন পিতা

জন্মের পরে মাতা

বালক বয়সে হারালেন দাদা

দায়িত্ব নিলেন চাচা।।

আচরণে তিনি সবার সেরা

চেহারায় নূরের জ্যোতি

বাল্যকালে আল-আমিন হলেন

হলেন বিচারপতি।।

ব্যবসার কাজে চাচার সাথে

গেলেন শাম দেশে

ভবিষ্য বাণী করলো পাদ্রী

রাসূল হবেন শেষে।।

চল্লিশ বছর বয়সে তিনি

ঘোষণা দিলেন রেসালাত

মক্কা নগরীর মূর্খ জনতা

পাগল বলে করেছে আঘাত।।

কোরাঈশগণের চল্লিশজনকে

করলেন তিনি দাওয়াত

খাওয়া শেষে সবার কাছে

চাইলেন তিনি বাইয়াত।।

যাদুকর ভেবে সবাই যখন

যেতে চাইলেন ফিরে

ছোট্ট বালক আলী তখন

দাঁড়ালেন হাত নেড়ে।।

বললেন রাসূল আজ থেকে আমার

আলীই হলেন ওসী

তাকেই সবাই মান্য কর

হে জগতবাসী।।

তাইতো মোরা রাসূলের পরে

আলীকেই মান্যকরি

থাকুক না কেন কাহাফার পুত্র

আর থাকুক পার্থক্যকারী।।

              (এম, এ রহমান)
Comments (0)
Add Comment